• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:২৩ পিএম
নরসিংদীতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

হলধর দাস: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে দুইদিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, বৃক্ষ রোপন অভিযান, দোয়া ও গণভোজ, সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনী'র ওপর  প্রামান্যচিত্র প্রদর্শন উল্লেখযোগ্য। 

এ উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ সর্বস্তরের  মানুষ  জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে ।

বিকেলে কার্যালয় প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নরসিংদী সদর থেকে নির্বাচিত  জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী লেঃ কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান
ওয়ালিউর রহমান আজীম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব  ও বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূইয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা এসএম কাইয়ূম, নরসিংদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক সাহা, আওয়ামী লীগ নেতা অহিভূষণ চক্রবর্তী, মোন্তাজ উদ্দিন ভূইয়া, পরিমল ঘোষ, আসাদুজ্জামান খোকা, রিপন সরকার, রঞ্জন সাহা  প্রমুখ বক্তব্য রাখেন। 

আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র‌্যালী নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে ফিরে শেষ হয়। সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে গণভোজের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন ২৪ জুন সকাল ১১টায় জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ইয়াসমিন সুলতানা নেতৃত্বে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় দিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

একইভাবে  জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর ও পলাশ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের খবর পাওয়া গেছে।

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ